প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল থেকে ৪৯ জনকে অনুদানের চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫ পিএম, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | ৪০৩

টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও তহবিল থেকে দুঃস্থ, অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌর এলাকার দিঘুলীয়ায় তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে ৪৯ জনকে চেক হস্তান্তর করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাঁদের হাতে চেক তুলে দেন টাঙ্গাইল সদর- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো.ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,যুগ্ম- সাধারণ সম্পাদক হর্যরত আলী, টাঙ্গাইল মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসি আক্তার রনু প্রমুখ।

ওই অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৪৯ জনের সু-চিকিৎসায় ৩৭ জনকে  ৫০ হাজার  এবং নয় জনকে ৪০ এবং তিন জনকে ৩০ হাজার টাকা করে মোট ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।