শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, রোববার, ১৯ মার্চ ২০২৩ | ৩৮৬

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। 

আজ সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বাসসকে জানান, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের চালক পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাসটি সড়কের খাদে পড়ে যায়। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে পুলিশ সুপার জানান। তিনি জানান এখনো উদ্ধারকাজ চলছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।