নাগরপুরে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২ পিএম, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮ | ৪২৯

টাঙ্গাইলের নাগরপুরে ৩০ পিছ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার সাতগাছা, চরকাঠুরীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার চরকাঠুরী গ্রামের রমজান আলীর ছেলে মোঃ মগরব আলী (৪০), সাতগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে কায়ছার আহমেদ (৪৫), কোনাবাড়ী গ্রামের পরশ আলীর ছেলে সিতাব আলী ওরফে সেতু (৩০), দক্ষিণ দুয়াজানী গ্রামের মোঃ মুলতান মিয়ার ছেলে আজিজুল (৩০) ও চরকাঠুরী গ্রামের বদর মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২)।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাগরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৩০ পিছ ইয়াবাসহ ওই ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছিল।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।