নাগরপুরে  স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে ) আওতায় কর্মশালা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ পিএম, রোববার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ | ৫২৬

টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দর সাথে  স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা (এসএসকে) ও সুশীলন এনজিওর সহযোগীতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়ন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে এসএসকে সুশীলন এর আইসিই ফিল্ড কো-অর্ডিনেটর মঞ্জুয়ারা শামীমার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য ও ইউপি সচিব, হিসাবরক্ষক সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি(এস এস কে) আওতায় কাডর্ধারীরা কিভাবে বিনা খরচে স্বাস্থ্য সেবা পেতে পারবে বিষয় গুলোর গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করা হয় কর্মশালায়।