বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৭


বলিভিয়ার পশ্চিমের পোতোসি অঞ্চলে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে। শনিবার ভোরবেলা ইউয়ুনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে অতিরিক্ত গতির কারণে একটি গাড়ি সামনের লেনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের শনাক্ত ও দুর্ঘটনার তদন্ত করছে। উদ্ধার কর্মীরা ক্ৰেনের সাহায্যে উল্টে যাওয়া বাসটি থেকে মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাস বিপরীত লেনে প্রবেশ করায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর রয়টার্স