টাঙ্গাইলে শিশু অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব,শিশু উদ্ধার


টাঙ্গাইলে ভুয়াপুর থেকে শিশু অপহরণকারী ইব্রাহীম সরকারকে (২৫) গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১৪।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ইব্রাহিম সরকার উপজেলার সার পলশিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য তিন লক্ষ টাকা জোগাড় করতে ১০ বছর বয়সী কন্যা শিশুকে অপহরণ করে। শনিবার বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় থেকে ভিকটিম ও অপহরণকারী ইব্রাহিম সরকারকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ২০ ফেব্রুয়ারী বিকালে গাজীপুরের জয়দেবপুরের শিরিরচালা এলাকা হতে এক কন্যা শিশু (১০) কে ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইল জেলার ভূঞাপুরের সার পলশিয়া তার এক আত্মীয় বাসায় লুকিয়ে রেখে ভিকটিমের মাকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অন্যথায় তার শিশুকে হত্যার হুমকি প্রদান করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশু মাতা র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গতকাল বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ উক্ত অপহরণকারীকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী অপহরণসহ মুক্তিপণ দাবীর কথা স্বীকার করে। উক্ত আসামীকে বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী-২০০৩ মোতাবেক মামলা দায়ের প্রক্রিয়াধীন।