বাসাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৫৬

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে সাদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সাদ উপজেলা কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া গ্রামের লাবু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে সরিষার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদ খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাইলী হামিদ বলেন হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।