ঘাটাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫২ পিএম, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৩৬১
দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে  ৩ দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
 
এ উপলক্ষে মঙ্গলবার  (১৫ নভেম্বর) সকালে  ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী 
 
এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল সহাকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান,স্টেশন অফিসার মো: সুজন মিয়া, উপজেলা সহকারী প্রকৌশলী মো: রওশন আহম্মদ,ফায়ার ফাইটার মিজানুর রহমান,লিডার মো: সফিকুল ইসলাম, লিডার মো: আরজু আহম্মেদসহ এসময় সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।