ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল


টাঙ্গাইলের ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদের (৫০) জানাজায় হাজারোও মানুষের ঢল। শনিবার স্থানীয় কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চিকিৎসার জন্য ভারতে যান। নির্বাচনের তপসিল ঘোষণা হওয়ায় চিকিৎসা অসম্পূর্ণ রেখেই শুক্রবার দিবাগত রাতে তিনি দেশে আসেন। ওইদিন রাতেই নির্বাচন সংক্রান্তে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এরই মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা নেয়ার পথেই তিনি মারা যান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।