বাসাইলে বলগেট ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের যৌথ অভিযান

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ পিএম, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ | ৬৭৭

টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে অবৈধ বাল্কহেড (বলগেট) দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা ঝিনাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বলগেট এবং লোহার পাইপ নদীতে ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে  পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমদাদুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত চলছে এবং অব্যাহত থাকবে।