দানবীর হাজী আবুল হোসেনের ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিত
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক এবং প্রখ্যাত দানবীর,সমাজসেবক,বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আবুল হোসেন এর আজ ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে তাঁর মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে নেয়া হয়েছে দিনভর নানা কর্মসূচি।
এ উপলক্ষে গতকাল ভোর থেকে মরহুম হাজী আবুল হোসেন এর পৌরসভার সাকরাইল খামার বাড়িতে দোয়া মাহ্ফিল ও গণভোজ আয়োজন করা হয়।
এরপরে দুপুরে তার নিজ বাসভবন পৌর এলাকার দিঘুলীয়ায় বাদ যোহর দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল পেশাজীবী মানুষ।
এছাড়াও হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি,হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, হাজী আবুল হোসেন স্মৃতি ক্লাব সহ টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যলয়ে হাজী আবুল হোসেন এর ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য,হাজী আবুল হোসেন ছিলেন টাঙ্গাইল জেলার একজন বিখ্যাত ব্যবসায়ী, সমাজতান্ত্রিক, উদ্যোক্তা, দক্ষ সমাজকর্মী এবং ১৯৪০ সালের ৩০ নভেম্বর টাঙ্গাইল পৌর এলাকার দিঘুলীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে তিনি মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মানবিক কাজের প্রশংসা করে টাঙ্গাইলের লোকেরা "দানবীর" উপাধিতে হাজী আবুল হোসেনকে ভূষিত করেন। ১৩৯৬ বঙ্গাব্দে তার কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদ কর্তৃক তাকে মরণোত্তরভাবে "জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্বর্ণ পদক"-এ ভূষিত করা হয়।
