কালিহাতীতে জেলে পরিবারের
কুমরী বিল অবৈধ দখল মুক্ত প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুমরী বিল প্রভাবশালীদের অবৈধভাবে দখল মুক্ত প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ করেছে জেলে পরিবারগুলো।
অভিযোগের ভিত্তিতে জানাযায়, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামে কুমরী বিলটি অবস্থিত। এই গ্রামে প্রায় দেড়শত জেলে পরিবারের বসবাস। বংশ পরম্পরা থেকেই মাছ মেরে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে তারা। বিলপাড়ের অধিকাংশ লোকই সরকার কর্তৃক মৎস্যজীবি কার্ডধারী।
কিন্তু কতিপয় সরকারী সম্পত্তি কুমরী বিলটি অবৈধভাবে দখল করে রেখেছে, সিংনা গ্রামের প্রভাবশালী মোস্তাফিজুর রহমান, মোফাজ্জল খান, হাফেজ উদ্দিন, নুরু মিয়া, মুনসুর আলী, মর্তুজ আলী, আ: কাদের, আজাহার আলী, সোহরাব আলী, আবুল কাশেম, নজরুল ইসলাম, বজলু, আ: গফুর ।
এ বিষয়ে সিংনা গ্রামের কার্ডধারী জেলে নজরুল ইসলাম, আব্দুল আজিজ ও আবু সাইদ জানায়, আমাদের বিগত ৫ মাস ধরে মাছ মারতে দেয়না ওই প্রভাবশালীগন। এবং কি বিলের পানিও ব্যবহার করতে দেয় না, আমরা হতাশায় ভুগছি। আমাদের সংসার চলে মাছ মেরে। এরকমভাবে বিল দখলে থাকলে আমরা চলবো কিভাবে।
কুমরী বিল অবৈধভাবে দখল মুক্ত করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এ ব্যপারে মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।