নাগরপুরে স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা


পরিবার পরিকল্পনা কার্যক্রমে LARC & PM (স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি) বৃদ্ধির লক্ষ্যে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি (সিসিএসডিপি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরে অবহিতকরণ/প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর "গ্রহীতা মেলা- ২০২২" আয়োজন করা হবে।
মেলা উপলক্ষে (০৮ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে গ্রহীতা মেলার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় রিসোর্স পারসোন হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টাঙ্গাইল জেলার উপপরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব আইভি ইয়াসমিন, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. আবদুল আলীম।
রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. খালিদ-বিন-কাশিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন। উক্ত সভায় অংশগ্রহণ করেন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল এসএসিএমও, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী সহ দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।
মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. খালিদ-বিন-কাশিম জানান, "নাগরপুর উপজেলায় পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি বৃদ্ধির লক্ষে আমরা সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি।
এবারের "গ্রহীতা মেলা-২০২২" কে সফল করতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ সকল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, আর ডি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমপ্লান্ট, কপার টি, পুরুষ ও স্ত্রী বন্ধাকরণের বিশেষ সেবা ক্যাম্প আয়োজন করা হবে।"