মাহমুদনগর ইউনিয়ন আ.লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ | ৩৭৯

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (৮ সেপ্টেম্বর)  বিকালে পারবহুলী গোলচত্তর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫  আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  আমিরুল ইসলাম খান।

প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা।

মাহমুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহাদৎ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ,সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধর্ম বিষায়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক প্রমুখ।