কাকুয়া ইউনিয়নের

চরপৌলী তালতলা মোড় হতে রাঙ্গাচিড়া রুপালি মোড় পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, রোববার, ৭ আগস্ট ২০২২ | ৫৩৬

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী তালতলা মোড় হতে  আশ্রয়ন কেন্দ্র হয়ে রাঙ্গাচিড়া রুপালি মোড় পাকা রাস্তা পর্যন্ত হেরিন বোন বন্ড ( এইচবিবি) করণ রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।  

রোববার (৭ আগষ্ট) সকালে  এ রাস্তার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক ও কাকুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী জিন্নাহ প্রমুখ।