টাঙ্গাইলে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন


টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের শাহরিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ৪ তলা একাডেমিক ভবন এবং দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রসার ৪ তলা বিশিষ্ট ভিত ১ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ আগষ্ট) সকালে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী জিন্নাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক ও কাকুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক, শিক্ষা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী শাহরিয়ার মো: নামজুল আহসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।