ভূঞাপুরে প্রধানমন্ত্রীর ঘর প্রদানে প্রেস ব্রিফিং
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগানে মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে তৃতীয় ধাপে ভূমিহীনদের মাঝে ২০টি পাকাঘর দেয়া হবে। আশ্রয়ণ প্রকল্পের এই ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার শুভ উদ্বোধন করবেন।
এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) সকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান জানান- ‘মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিও ঘর প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে এ উপজেলায় ১৫০ টি পাকাঘর হস্তান্তর করা হয়েছে।
