টাঙ্গাইলে নাটাবের মতবিনিময় সভা
তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইট ও এ্যাকশান কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে টাঙ্গাইল ল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, এডভোকেট প্রবীর কুমার মোদক, এডভোকেট আল রুহী, এনজিও কর্মী মঞ্জুরানী প্রমানিক, এডভোকেট আবু রায়হান খান, সাদি সালমান , মাসুদ রানা প্রমুখ।
সভায় নাটাবের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তামাক নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করার জন্য সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
