বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি লাভে HABHIT এর কর্মসূচী


জাতির জনক বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামান্য ও ঐতিহ্য হিসেবে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এ স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় টাঙ্গাইল এর ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্টান HABHIT বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার HABHIT আয়োজনে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
রং-বেরঙ্গের পোশাক পরে ব্যানার, ফেস্টুন, ক্যাপ, পতাকা ও বাদ্য যন্ত্র নিয়ে শোভাযাত্রাটি শহীদ স্মৃতি পৌর উদ্যান হতে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিল্প কলা একাডেমী গিয়ে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি ছিলেন HABHITএর চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
আরোও উপস্থিত ছিলেন প্রিন্সপাল আমিনুল ইসলাম HABHIT প্রিন্সপাল নরুল ইসলাম টাঙ্গাইল কলেজ,ভাইচ প্রিন্সপাল হাশেম উদ্দিন HABHIT অনার্স ক্যাম্পাস,ভাইচ প্রিন্সপাল তুষার কান্তি চৌধুরি TIST, সকল শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।