রাষ্ট্রদ্রোহী মামলায় আলাদতে হাজির হয়ে

মাহমুদুর রহমান এর জামিন নামা দাখিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩২ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৪৬৩

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বুধবার সকালে রাষ্ট্রদ্রোহী মামলায় টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নামা দাখিল করেছেন।

হাজির হয়ে তার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে জামিন নামা দাখিল করেন। আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ জামিন নামা গ্রহণ করেন।

গত ১২ ডিসেম্বর ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল বাদী হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে টাঙ্গাইল সদর আমলী আদালতে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন।

এ মামলার প্রেক্ষিতে মাহমুদুর রহমান হাই কোট থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি আট সপ্তাহের জামিন লাভ করেন। এরই প্রেক্ষিতে তিনি আজ টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামা দাখিল করেন।

এর আগে তিনি টাঙ্গাইল কোট চত্বরে পৌছালে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনান্য নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।