যশোরে গাঁজাসহ গ্রেফতার ২

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮ পিএম, রোববার, ১২ জুন ২০২২ | ৪৭৭

যশোরে পৃথক দুই অভিযানে এক কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার বেলা ১২ টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল শিকড়ী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মো. আজহারুল ইসলাম (৫০) ও চৌগাছা বাদেখানপুর গ্রামের নুর ইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩১)।

যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ও চৌগাছায় পৃথক দুটি অভিযানে ১কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আসামী গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।