নন্দীগ্রামে ৪৫টি মন্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন


হিন্দু সম্প্রদায়ের বৃহৎ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কারুশিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় উৎসব দুর্গাপূজা আর কিছু দিন পর শুরু হবে। উৎসব চলবে ৫দিন ধরে। আর এই উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।
সেই সঙ্গে প্রতিবারের ন্যায় প্রতিটি পূজা মন্ডপের সামনে নানান সাজে নির্মাণ করা হচ্ছে এক একটি গেট। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এবার উপজেলার ১টি পৌরসভা সহ উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি স্থানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা প্রশাসন যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইতিমধ্যে দুর্গাপূজা সফলভাবে শেষ করার জন্য উপজেলার বিভিন্ন মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পুলিশ প্রশাসন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং করা বাকি। প্রতিমা গুলোর রংয়ের কাজ দু’এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে রনবাঘা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দীলিপ চৌধুরী মনে করেন।
এ প্রসঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র সরকার বলেন, কয়েক বছর ধরে শারদীয় দূর্গাপূজা মুসলমানদের রোজার মাসে অনুষ্ঠিত হত। যে কারণে আমরা ব্যাপক ভাবে উৎসাহ উদ্দিপনা নিয়ে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করতে পারিনি। কিন্তু এবার রমজান মাস না হওয়ায় হিন্দুধর্মীয় নারী-পুরুষরা ব্যাপক আনন্দ উল্লাস করবে বলে মনে করেন তিনি।