মির্জাপুরে এনজিও কর্মী পলাশ তিনদিন ধরে নিখোঁজ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫ পিএম, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ | ৪১১

টাঙ্গাইলের মির্জাপুরে হাফিজুর রহমান পলাশ (৪১) নামে এক এনজিও কর্মী তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে হাটতে বের হয়ে আর বাড়ি ফিরেননি তিনি।

হাফিজুর রহান পলাশ মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের মৃত নেদু মিয়ার ছেলে কারাতে প্রশিক্ষক শফিকুল ইসলাম শফির ছোট ভাই।

বুধবার সকালে এ বিষয়ে পলাশের বড় ভাই শফিকুল ইসলাম শফি মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান পলাশ উপজেলা সদরের এলডিএস‘ নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে ফজরের নামাজ পড়ে হাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় বুধবার তার বড় ভাই শফি মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পলাশ নিখোঁজের কোন কারন তার পরিবারের লোকজন বলতে পারেনি।

হাফিজুর রহমান পলাশের উচ্চতা ৫ ফুট, গায়ের রঙ কালো, মুখমন্ডল গোলাকার, পড়নে ছিল নেভিব্লু গেঞ্জি ও প্যান্ট। পলাশের বড় ভাই শফিকুল ইসলাম শফি জানান, কোন হৃদয়বান ব্যক্তি ছোট ভাইয়ের সন্ধান পেলে তার ব্যক্তিগত মোবাইল ০১৭১১-৪৮৬৬২৭, ০১৬৮৮-৮৬৮৬৯২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম সাধারণ ডাযেরির কথা স্বীকার করে জানান, এনজিও কর্মী পলাশ নিখোঁজের বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে।