জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৩৫ এএম, বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ৫৩৮

‘সুনীল অর্থনীতি মৎস সেক্টরের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে,"মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে"জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মিডিয়াকর্মীদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোকপাত করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ শাহজাহান কবীর।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজা মুহাম্মদ গোলাম মাসুম , সিনিয়র মৎস্য অফিসার নাজমুল হক ,প্রধান, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর বার্তার নির্বাহী সম্পাদক কে এম মিঠু, দৈনিক অর্থনীতি প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি বিধান চন্দ্র রায়, খোলা কাগজ প্রতিনিধি নুর আলম প্রমুখ।