সঞ্চালন লাইন ফেটে আগুন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট


টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত ঘটে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নিতকরণ কাজ করার সময় মির্জাপুর উপজেলা শহরের বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়।
পরে বাস স্ট্যান্ডের পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সর্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে এ ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয় পাশে প্রায় ৬ কিলোমিটার বিস্তৃত হয়।
জানা গেছে, বাইপাস এলাকায় মহাসড়ক চার লেনে উন্নিতকরণের কাজ চলছে। এক পর্যায় মাটি কাটার মেশিনে ওই এলাকার গ্যাসের সঞ্চালন লাইনটি ফেটে যায়। এতে মুহূর্তের মধ্যে ওই এলাকায় আগুন লাগে।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে সংযোগটি বন্ধ করে দেন। ফলে মির্জাপুর এলাকায় বাসা বাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
সন্ধা সাড়ে ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মির্জাপুরের বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।
টাঙ্গাইল তিতাস অফিসের ম্যানেজার মামুনুর রহমান জানান, লাইনটি বন্ধ করে সংস্কার কাজ চলছে।