সখীপুরে বাল্য বিয়েকে ‘না’ বললেন ৫ শতাধিক শিক্ষার্থী-অভিভাবক

সখীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫০ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৪৪৮

টাঙ্গাইলের সখীপুুরে মাদক বাল্য বিবাহকে হাত উঁচিয়ে ‘না’ বললেন শিক্ষার্থী অভিভাবকরা। সহ¯্রাধিক শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে এ শপথ নেয়।

মাদক নামক মরণব্যাধি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টির যেমন মূলকারন তেমনি বাল্যবিবাহ ধীরে ধীরে সমাজে ক্যান্সারের মত বিস্তার লাভ করায় তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতনতা সৃষ্টি করতে ব্যতিক্রমি আয়োজন করে গুডলাক নামের একটি সামাজিক সংগঠন।

বৃস্পতিবার দুপুরে সখীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে আদর্শ শিশু কানন স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার।

সখীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, সরকারী মুজিব কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেলুয়ার সিকদার,ববে মিশন সখীপুরের প্রধান শিক্ষক সায়েম সিসিম, সিডিপি গুড নেইবারস্ সখীপুর শাখার ম্যানেজার পুলক সরকার, সখীপুর প্রেসক্লাব সহসভাপতি ফজলুল হক বাপপা, জেলা যুবলীগের সহ-সম্পাদক মোরশেদ মজনু, নবম শ্রেণির ছাত্র সোহাগ প্রমূখ।