নাগরপুরে পিএইচডির ষান্মাষিক অগ্রগতি অবহিতকরন সভা


টাঙ্গাইলের নাগরপুরে পার্টনার ইন হেলথ এ্যান্ড ডেভলপমেন্ট (পিএইচডি) এর ষান্মাষিক অগ্রগতি বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পার্টনার ইন হেলথ এ্যান্ড ডেভলপমেন্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের ডিডিসি মো: অরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম খান, ডা. রোকোনুজ্জামান, ডা. আমিনুর রহমান, ইউসি মোঃ বদিউজ্জামান।
এ সময় উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান, হেলথ ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রকল্পের ডিডিসি মো: আরিফুল ইসলাম ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করেন।
প্রকল্পটি ইউনিসেফ ও কয়কা এর অর্থায়নে উপজেলায় ১০৮ জন কমিউনিটি হেলথ ভলান্টিয়ারের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত রেজিষ্টারে অর্ন্তভূক্তি, কাউন্সিলিং, উঠান বৈঠক ইউপিআই ও স্যাটালাইটে সহযোগিতার কাজ আসছে।