নাগরপুরে পিএইচডির ষান্মাষিক অগ্রগতি অবহিতকরন সভা

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে পার্টনার ইন হেলথ এ্যান্ড ডেভলপমেন্ট (পিএইচডি) এর ষান্মাষিক অগ্রগতি বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পার্টনার ইন হেলথ এ্যান্ড ডেভলপমেন্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রকল্পের ডিডিসি মো: অরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব আলম খান, ডা. রোকোনুজ্জামান, ডা. আমিনুর রহমান, ইউসি মোঃ বদিউজ্জামান।

এ সময় উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান, হেলথ ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রকল্পের ডিডিসি মো: আরিফুল ইসলাম ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করেন।

প্রকল্পটি ইউনিসেফ ও কয়কা এর অর্থায়নে উপজেলায় ১০৮ জন কমিউনিটি হেলথ ভলান্টিয়ারের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত রেজিষ্টারে অর্ন্তভূক্তি, কাউন্সিলিং, উঠান বৈঠক ইউপিআই ও স্যাটালাইটে সহযোগিতার কাজ আসছে।