মির্জাপুরে জুয়ার আসর, আটক ১০

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | ৫৫৩

মির্জাপুরে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার মহড়ো ইউনিয়নের আদাবাড়ি গ্রামের লাভলু মিয়ার বাড়ির উঠানে চলা জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের লাভলু মিয়া, মাহবুবুর রহমান, জামাল বাদশা, কায়সার, শফিক মিয়া, মঞ্জু মিয়া, শাহীন, জোয়াহের, বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো.মালেক ও হাবলা গ্রামের যুবরাজ।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আদাবাড়ি গ্রামের লাভলু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বসত বাড়ির উঠানে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ৭হাজার ৭০০ টাকা ও তাসসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। 

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, আটককৃতদের নামে মামলা দেয়ার পর শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।