সম্মানি পাচ্ছেননা শিক্ষক কেয়ারটেকার, ঈদ বোনাসও মেলেনি


টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা দুই মাস ও কেয়ারটেকাররা তিন মাস ধরে সম্মানী পাচ্ছেন না। তারা ঈদুল ফিতরের বোনাসও পাননি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জাপুরে ১৫৮টি শিক্ষাকেন্দ্রে ১৫৮ জন শিক্ষক রয়েছেন। পাঁচটি রিসোর্স সেন্টারে আছেন ৫ জন কেয়ারটেকার।
তাদের মধ্যে মডেল কেয়ারটেকার সম্মানী পান ৭৫০০ টাকা। সাধারণ কেয়ার টেকার ৬৫০০ এবং শিক্ষকে ৫ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। শিক্ষকরা গত ২৬ এপ্রিল সর্বশেষ ফেব্রুয়ারি মাসের সম্মানী পেয়েছেন। আর কেয়ার টেকারদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের সম্মানী বাকি রয়েছে।আজ শনিবার পর্যন্ত ঈদুল ফিতরের বোনাসও তার পাননি বলে জানা গেছে।
মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মো. আলী আজম জানান, তার তিন মাসের সম্মানী বাকি আছে। ঈদের বোনাসও পাননি। সম্মানী আর বোনাস না পাওয়াতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
পেষ্টকামুরী দক্ষিণ পাড়া জামে মসজিদের ঈমাম শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ঈদের সামনে সম্মানি পাননি। তিনি আরো বলেন তারা সব সময় কয়েক মাস পর পর সম্মানি পেয়ে থাকেন।
সরিসাদাইর দক্ষিণপাড়া জামে মসজিদ কোন্দ্রের শিক্ষক মো. মোবারক হোসেন বলেন, ঈদ আসলেও আমাদের দুই মাসের সম্মানি বাকি রয়েছে।
টাঙ্গাইলের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষকদের দুই মাস ও কেয়ার টেকারের তিন মাসের সম্মানী বকেয়া আছে। তারা কেউ ঈদের বোনাস পাননি। প্রকল্পে সময়মত বরাদ্দ না আসায় সম্মানী নিয়ে ঝামেলা হয়। শিক্ষক আর কেয়ার টেকাররা যাতে ঠিকমত সম্মানী পান তা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।