টাঙ্গাইলে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ৪৩৭

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মো: আতাউল গনি।

জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনাল ইসলাম, সিভিল সার্জন ডা: এ.এফ.এম. শাহাবুদ্দিন খান, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, সদও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি বক্তব্য রখেন। অনুষ্ঠানেবীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।