মির্জাপুরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ পিএম, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ | ৫৯০

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ রমজান ও বাংলা নববর্ষ উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দুই শতাধিক দরিদ্র ব্যক্তির হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন। প্রত্যেক প্যাকেট ৩ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল ও আধা কেজি চিনি রয়েছে।

এসময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, পৌর কাউন্সিলর সুমন হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুভ নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় খান আহমেদ শুভ এমপি যোগ দেন।