ইউক্রেনের বুচা শহরে 'ঘৃণ্য' হত্যার নিন্দা করলেন বিশ্ব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, সোমবার, ৪ এপ্রিল ২০২২ | ৪০৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরের বুচা শহরে সাংবাদিকরা অন্তত ২০ জনের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। জার্মানি একে 'ভয়ংকর যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে নিন্দা করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বুচা শহরের ঘটনাস্থলের ছবি দেখে ‘অসহনীয়’ বলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সেখানকার 'ঘৃণ্য হামলা' (রাশিয়ার দ্বারা সংঘটিত) যুদ্ধাপরাধের প্রমাণ।

বুচা শহরের হত্যাকাণ্ডের স্বাধীন  তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল রবিবার এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের নিহতের দৃশ্য দেখে আমি গভীরভাবে মর্মাহত।

তিনি আরো লিখেছেন, এটি অপরিহার্য যে- স্বাধীন তদন্তের মাধ্যমে কার্যকর জবাবদিহিতার দিকে পরিচালিত করা।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে এমন সম্ভাবনার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আরো জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে অন্তত তিন হাজার ৪৫৫ জন বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছে। তার মধ্যে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে এবং দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে।

সূত্র: বিবিসি।