টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | ৩৭০

টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্প্রতিবার ( ১৬ মার্চ) টাঙ্গাইল স্কুল ত্র্যান্ড কলেজ মিলনাতয়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

টাঙ্গাইল কলেজের অধ্যক্ষ প্রফেসর নরুল ইসলাম মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজী আবুল হোসেন ট্রাস্ট এর কো-চেয়ারম্যান ও দৈনিক টাঙ্গাইল সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আশরাফ হোসেন, হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, টাঙ্গাইল কলেজের পরিচালক সাদিয়া শাহজাবীন শিমুল প্রমুখ।