মানবতার জীবন যাপন করছে এই বন্যা কবলিত এলাকার মানুষ

মধুপুর-ধনবাড়ীতে বন্যা পরিস্থিতি অবনতি

মধুপুর সংবাদদাতা
প্রকাশিত: ০২:০৩ পিএম, শনিবার, ১৯ আগস্ট ২০১৭ | ৭১৩

যমুনা নদীর পনি বৃদ্ধি পাওয়ায় ঝিনাই নদী দিয়ে প্রবল  স্রোত টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী দুই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বন্যার পানি ঢুকে পড়েছে।

এতে করে শত শত একর ফসলি জমির শস্য পানির নিচে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়ায় বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হওয়ার পথে। মানবতার জীবন যাপন করছে এই বন্যা কবলিত এলাকার মানুষ।


সরেজমিনে বন্য কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, মধুপুর উপজেলার পৌর শহরের কাইতকাই,গোলাবাড়ী,মির্জাবাড়ী ইউনিয়নের কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছে।


বন্যায় ধনবাড়ী উপজেলার সয়া-ইসপিঞ্জারপুর জোড়া সড়কের খালের ব্রীজে ধনবাড়ী এল.জি ই.ডি অফিস ও ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা রাজীব আল রানা সহ এ বাঁধ নির্মাণে সার্বিক সহযোগিতা করেন-সাবেক মেম্বার সাইফুল ইসলাম(কর্ণেল),জামিল হোসেন,সাবেক চেয়ারম্যান হযরত আলী, মোস্তাফিজুর রহমান ফটু,হাবিব মেম্বার,সুজন,আল আমিন মেম্বার, লুৎফর মেম্বার,তোফাজ্জল,নান্নু,সুমন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী এবং এলাকাবাসীরা একযুগে বাঁধ নির্মাণে এখন ও কাজ করে যাচ্ছে।


ধনবাড়ী পৌর শহরে কিশামত ধনবাড়ী, চাতুটিয়া,হবিপুর,পাতলাচড়া, মাহমুদ পুর,বিলাস পুর,ছত্রপাড়া,উদয়পুর,ইসলাম পুর ও যদুনাথপুর ইউনিয়নের কিছু অংশ সহ ধোপাখালী ইউনিয়নের কিছু এলাকা প্লাবিত হয়েছে। মুশুদ্দি রেজিয়া কলেজ, মুশুদ্দি আফাজ উদ্দিন হাই স্কুল, বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজার, রাজার হাট, বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি ঢুকে পড়েছে।

বানিয়াজান ইউনিয়নেও বন্যার পানি ঢুকেছে। ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা কবলিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এ এলাকার জনসাধারণ। বন্যার পানি প্রবেশ করায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে।


পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্র বাড়ী, চরাপাড়া ,মিয়াপাড়া,সহ ৪ টি পাড়া বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ এলাকার সাধারণ জনগন গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছে। বন্যার পনিতে পাইস্কা ফুলবাড়ী টু কয়ড়া পশ্চিম পাড়া রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।মুশুদ্দি ইউনিয়নের জোকনা পূবপাড়া-খানপাড়া সড়ক টি ভাঙ্গনের মুখে। এতে এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে।


ধনবাড়ী উপজেলার বন্যা কবলিত এলাকা ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না ,উপজেলা চেযারম্যান মো: সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শহিদুল্লাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক হাফিজুর রহমান, ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক জীবন মাহমুদ শক্তি, পরিদর্শন করেন।


উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগের পক্ষ থেকে আমি বন্যার্ত এলাকা পরিদর্শন করেছি। বন্যার্তদের সার্বিক সহায়তার চেষ্ঠা করে যাচ্ছি। যাতে করে বন্যা মোকাবিলায় সহযোগিতায় আমরা সবসময় বন্যার্তদের খোঁজ খবর নিচ্ছি এবং তাদের পাশে থাকব।


ধনবাড়ী উপজেলা পরিষদের বর্তমান দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান উপাধ্যাক্ষ মো: সাইফুল ইসলাম বেলাল তিনি জানান, আমরা উপজেলা প্রশাসন ও ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ সহ সাংবাদিকদের কে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি।

আমাদের ধনবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে যে অকাল বন্যা দেখা দিয়েছে। উপজেলার অনেক কৃষকদের শতশত ফসলি জমির ধানের চারা চারা নষ্ট হয়ে গেছে। কলার বাগান,বিভিন্ন গাছের বাগান,সহ অনেক মৎস্য চাষীদের পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে ।

আমাদের এ উপজেলায় বন্যার পানিতে অনেক পরিবার অনেক ক্ষতি গ্রস্থ হয়েছে । আমরা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা তৈরীর কাজ শুরু করে দিয়েছি।

ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না বলেন,আমাদের ধনবাড়ী উপজেলায় বন্যা কবলিত হয়ে অনেক মানুষ পানি বন্দি হয়ে রয়েছে।

আমি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক , সাংবাদিকদের কে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদশন করেছি।

আমরা এরাকাবাসী কে নিয়ে বন্যা মোকাবেলা করার জন্য সর্বাত্বক চেষ্ঠা করে যাচ্ছি।

আমরা বন্যা কবলিত এলাকার পানি বন্দি পরিবার ও ক্ষতিগ্রস্থ দের তালিকা তৈরীর কাজ করে যাচ্ছি। তালিকা তৈরী করেই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।
১.ক্যাপশন: ধনবাড়ী উপজেলায় বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতা কর্মী সহ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ। ছবিটি গতকাল মশুদি গাভীর চড়া মোড় এলাকা থেকে তুলা।


২.ক্যাপশন: ধনবাড়ী উপজেলার সয়া-ইসপিঞ্জারপুর জোড়া সড়কের ব্রীজে বাঁধ নির্মাণে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতা কর্মী সহ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ। ছবিটি গতকাল সয়া-ইসপিঞ্জারপুর এলাকা থেকে তোলা।