টাঙ্গাই‌লে ট্রাক উ‌ল্টে রেললাই‌নের উপর; চালক আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | ৩৩৪
টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ধানকাটার মে‌শিন বহনকারী ট্রাক উ‌ল্টে রেললাইনের উপ‌রে প‌ড়ে‌ছে।
 
বৃহস্প‌তিবার (৩১ মার্চ ) সকাল ৭টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার ভাবলা এলাকার ৭নং ব্রিজের কা‌ছে এই ঘটনা ঘ‌টে। দূর্ঘটনার পর ওই এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন‌টি ঘন্টায় ৫ কি‌লো‌মিটার গ‌তি‌তে চলাচল করে‌ছে। এ‌তে মারুফ না‌মের এক ট্রাক চালক আহত হ‌য়েছে।
 
এ‌দি‌কে দূর্ঘটনায় কব‌লিত প‌রিবহন‌টি সরা‌তে মহাসড়‌কের একপা‌শের লেন বন্ধ থাকায় ৬ কি‌লোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম জানান, মে‌হেরপুর থে‌কে ধানকাটার যন্ত্র বহনকারী ট্রাকটি (‌লো‌ভেট) সুনামগ‌ঞ্জের দি‌কে যা‌চ্ছিল। এসময় ট্রাকটি মহাসড়‌কের ৭নং ব্রিজের কা‌ছে আস‌লে চলন্ত অবস্থায় উল্টে রেললাই‌নের পা‌শে গি‌য়ে প‌ড়ে। দূর্ঘটনায় চা‌লক আহত হ‌য়ে‌ছে। এ‌তে ওই এলাকায় এক‌টি ট্রেন কম গ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে। প‌রে দূর্ঘটনা কব‌লিত প‌রিবহন‌টি রেললাই‌নের পাশ থে‌কে সরা‌নো হ‌য়ে‌ছে।