'তেল আমদানি করে প্রাইভেট সেক্টর, বললেই তো আর দাম কমাবে না'


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'কিছু খাদ্যশস্যের দাম বেড়েছে আমরা অস্বীকার করছি না। তবে সয়াবিন তেল-পাম অয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর, আমি বললেই তো দাম কমাবে না। '
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মাঠে আশুলিয়ার থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে এক টন সয়াবিন তেলের দাম ছিল ৬০০ ডলার এখন তা বেড়ে হয়েছে ১৮০০ ডলার।
জাহাজের একটি কনটেইনার ভাড়া ছিল ৫০০-৬০০ ডলার। এখন ১৮০০ থেকে ২ হাজার। ৯০ ভাগ ভোজ্য তেল, সয়াবিন তেল ও পাম অয়েল বিদেশ থেকে আনতে হয়। এটি আনে প্রাইভেট সেক্টর। আমরা বললেই তো দাম কমাবে না। এ ছাড়া রোজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কেউ। আজকে কমিউনিস্ট কিছু বামপন্থী নেতারা হরতাল করছে। বিএনপিসহ আরো কিছু ভূঁইফোঁড় রাজনৈতিক দল তাতে সমর্থন দিয়েছে। মানুষ এখন হরতাল চায় না। নির্বিঘ্নে কাজ করছে মানুষ। কিন্তু আমি আপনাদের বলতে চাই সারা বাংলাদেশে আমাদের নেত্রী কি বসে আছেন? আমরা কি ব্যবস্থা নিচ্ছি না? আমরা ওএমএসে চাল দিচ্ছি। আমরা বিজিএফ দিচ্ছি, ১০ টাকা কেজি ৫০ লাখ পরিবার পাঁচজন করে হলেও আড়াই কোটি মানুষকে আমরা ১০ টাকা কেজিতে চাল দিচ্ছি।
মন্ত্রী আরো বলেন, দেশে নির্বাচন হবে। নির্বাচন কমিশনা রয়েছে, তাদের দ্বারাই হবে। বেগম খালেদা জিয়া ফখরুল ইসলাম আলমগীররা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না। পাকিস্তানি জেনারেল দ্বারা যদি বাংলাদেশে একটা নির্বাচন কমিশন করা যায়, তাহলে বিএনপি হয়তো বিশ্বাস করবে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে।
আশুলিয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফারুক হাসান তুহিনকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও মুহাম্মদ সাইফুল ইসলামে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুহ সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুনন্নাহার চাপা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদসহ আরো অনেকে।