টাঙ্গাইল স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে ২য় বিভাগ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সদস্য আনিসুর রহমান আলো ও ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন। দিনের প্রথম খেলায় পূর্বাচল ক্লাব ৬ উইকেটে রুপালী অতীত ক্লাবকে পরাজিত করেছে।
টস জয়ী রুপালী অতীত প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দলের পক্ষে সুজন সর্বোচ্চ ৪৩ রান ও অনিক ২২ রান করে। বোলিংয়ে বিজয়ী পূর্বাচল ক্লাবের পক্ষে আবির ও নাহিদ যথাক্রমে ১৪ ও ২৯ রানে ২টি করে উইকেট দখল করে। জবাবে পূর্বাচল ক্লাব ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে জয়লাভ নিশ্চিত করে। দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৪১ ও স্বাধীন ২১ রান করে। বোলিংয়ে বিজিত দলের বাবর ১৫ রানে ৩টি উইকেট দখল করে।
দিনের দ্বিতীয় ম্যাচে জনতা স্পোটিং ক্লাব ৮ উইকেটে ইলেভেন ষ্টার ক্লাবকে পরাজিত করেছে। শুরুতে ইলেভেন স্টার ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮০ রান করে। দলের পক্ষে সজিব সর্বোচ্চ ১৯ রান করে। বোলিংয়ে রাকিব ও মমিন যথাক্রমে ১৮ ও ২১ রানের বিনিময়ে ৩টি করে উইকেট দখল করে। জবাবে জনতা স্পোটিং ক্লাব ১১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান করে জয়লাভ করে। বিজয়ী জনতা স্পোটিং ক্লাবের পক্ষে ফাহিম অপরাজিত ৩৩ ও রিয়ন ৩১ রান করে। বোলিংয়ে আদি ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করে। উল্লেখ্য চারটি গ্রুপে বিভক্ত হয়ে ১৫টি দল দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করছে।
প্রতিটি ম্যাচ ২০+২০-৪০ ওভারে। দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। “ক” গ্রুপে আছে রুপালী অতীত ক্লাব, পূর্বাচল, জুনিয়র ফুটবল ক্লাব ও ইষ্ট বেঙ্গল ক্লাব। “খ” গ্রুপে জনতা স্পোটিং ক্লাব, ইলেভেন বুলেটর্স ক্লাব, ইষ্ট এন্ড ক্লাবও ভাসানী ক্লাব।
“গ” গ্রুপে দিঘুলিয়া স্পোটিং ক্লাব, জাগরণী যুব সংঘ ও আমরা ক জন ক্লাব এবং “ঘ” গ্রুপে প্যাড়াডাইস গ্রীণ ক্লাব, ইলেভেন স্টার ক্লাব, নবারুন ক্রীড়া চক্র ও অনির্র্বাণ ক্লাব। ৪টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
খেলায় আম্পয়ার ছিলেন মির্জা মাসুদুল হোসেন খোকন ও স্বপন দত্ত। ২৯ মার্চ খেলাঃ সকালে দিঘুলিয়া স্পেটিং ক্লাব বনাম জাগরণী যুব সংঘ ও বিকালে পাড়াডাইস গ্রীন ক্লাব বনাম ইলেভেন স্টার ক্লাব।