খাগড়াছড়ির গুইমারায় আনসার ও ভিডিপি'র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত


শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা-- এ স্লোগানকে সামনে রেখে অপেক্ষাকৃত দুর্বল আনসার সদস্যদেরকে শক্তিশালী ও কর্মকান্ডে আরও গতিশীল করার লক্ষে গুইমারা আনসার ও ভিডিপি'র উপজেলা সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা টাউনহলে উপজেলা আনসার ও ভিডিপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা এ্যাডজুটেন্ট মুন্তাকিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি'র খাগড়াছড়ি জেলা এ্যাডজুটেন্ট এ এইচ এম মেহেদী জানান, বিশেষ অতিথি ছিলেন দিগিনালা উপ কর্মকর্তা বির্দব্যরঞ্জন চাকমা, গুইমারা থানা উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে আনসার বাহিনীকে এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সমাবেশে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ৩০০ নারী পুরুষ আনসার ভিডিপি সদস্য সমাবেশে যোগ দেন। সমাবেশে ২০১৬-২০১৭ অর্থ বছরের কার্যবিবরনী পেশ করা হয়। পরে প্রশংসনীয় কাজের জন্য তৃনমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়