মির্জাপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, বুধবার, ২৩ মার্চ ২০২২ | ৪৩০

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে। আজ বুধবার করেজ মাঠে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়।

সমাপনী দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যন আজহারুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুছ সালাম, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। দুইদিন ব্যাপি প্রতিযোগীতায় ৩২ টি ক্রীড়া ইভেন্ট ও বঙ্গবন্ধুর জীবনীর উপর কবিতা গানসহ সাতটি ইভেনেট প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম জানিয়েছেন।