কালিহাতীতে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

কালিহাতি ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫ পিএম, বুধবার, ২৩ মার্চ ২০২২ | ৫৪৪

টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত তালুকদার (১৩) নামের এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজিপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত রাহাত উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। জানা যায়, রাহাত মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিল। রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। এরপর সকালে কাগুজিপাড়া এলাকায় রাহাতের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাহাতের বাবা শাহাদত হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের দাবি করছি। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাতের কোন এক সময় রাহাতকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দুই বন্ধুকে থানায় আনা হয়েছে।’