টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর আশরাফ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল-মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমবেত হয়। শেষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
