কুমুদিনী সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ পিএম, বুধবার, ২৩ মার্চ ২০২২ | ১৮১২

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে কুমুদিনী সরকারি কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক।

কুমুদিনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আবদুল্যাহ্ তালুকদার।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আজাদ খান।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু রাসেল মো. সাঈম এবং প্রভাষক নূর-ই লায়লা। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।