মাকারিভে রুশবাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইউক্রেনের


ইউক্রেনের মাকারিভ শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে দেশটির সেনারা। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমের এই শহরে কয়েক দিন দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছিল।
ইউক্রেন বাহিনী দাবি করেছে, কিয়েভ থেকে ৩০ মাইল পশ্চিমের শহর মাকারিভ থেকে রুশ সেনাদের হটিয়ে সেখানে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী মঙ্গলবার ফেসবুক পোস্টে এ দাবি করে।
এর আগে রাশিয়ার বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাকারিভ শহর। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শহরটির ধ্বংসযজ্ঞের ছবি খতিয়ে দেখে এ ব্যাপারে নিশ্চিত হয় সিএনএন। আবাসিক ভবন, স্কুল, চিকিৎসাকেন্দ্রÑরুশ হামলা থেকে কিছুই বাদ যায়নি।
এদিকে দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে রাশিয়ার বিমান ও গোলা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ জন। গত সোমবার দিবাগত রাতে ওই হামলা চালানো হয়।
রুশ সেনারা মঙ্গলবার ২৬তম দিনের মতো ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রাখে। মঙ্গলবার কিয়েভে পর পর কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পূর্বাঞ্চলীয় শহর আভদিভকায় রুশ বাহিনীর হামলায় পাঁচজন নিহত হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি, সিএনএন