তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসাইলে এক যুবককে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৪৫ পিএম, সোমবার, ১৪ মার্চ ২০২২ | ৫৬৮

টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাছির মিয়া (৩৫ ) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরআগে গত বুধবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার করাতিপাড়া এলাকায় তার ওপর হামলা চালানো হয়।

নিহত নাছির উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামের নওজেশ আলী ওরফে নদে মিয়ার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার (৯ মার্চ) দুপুরে করটিয়ায় আবেদা খানম গার্লস স্কুল এন্ড কলেজের পুকুর পাড় এলাকায় নাছির কাস্তে দিয়ে কাঁঠাল গাছের পাতা পারছিলেন। এসময় গাছের ওপর দিয়ে পুকুরে নেয়া বিদ্যুত সংযোগের তার হঠাৎ করে কাস্তের আচড়ে কেটে যায়। পরে নাছির বাড়িতে ফিরছিলেন এমন সময় করটিয়া এলাকার বাসিন্দা বাদল নামের এক ব্যক্তির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে আবার বাড়িতে আনা হয়।

এরপর রোববার (১৩ মার্চ) রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিরের মৃত্যু হয়।

নিহতের চাচা তনছু মিয়া বলেন, ‘লাশ বাড়িতে আনা হয়েছে। বাদলসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘বাদল নামের এক ব্যক্তি ২-৩ জনকে সঙ্গে নিয়ে নাছিরের ওপর হামলা চালায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে নাছির মারা যান। নিহতের পরিবার এখন থানায় রয়েছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।’ 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি মাত্র শুনেছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’