দেশে নতুন শনাক্ত ১২৩৪, মৃত্যু আরো ১৯ জনের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ | ৪০৯

দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস সংক্রমিত আরো ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৮। একই সময়ে দেশে নতুন করে আরো ১ হাজার ২৩৪ জনের দেহে ভাইরাসটির শনাক্ত হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২০টি জিন-এক্সপার্ট ল্যাব ও ২৯টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবসহ মোট ১৬৩টি ল্যাবে ১৩ হাজার ৩৮৯টি নমুনা সংগ্রহ করে ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৩৫ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ৩৪৫ জন রোগী সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২৬ শতাংশ ও মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং অন্য দুজন বাড়িতেই মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৪ জন ষাটোর্ধ্ব, দুজনের বয়স ছিল ৫১-৬০ বছর বয়সসীমার ও ৪১-৫০ বছরের মধ্যেও মারা গেছেন দুজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন একজন। মৃতদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম, ময়মনসিংহের তিনজন এবং খুলনা বিভাগের একজন বাসিন্দা ছিলেন।

দেশে করোনা সংক্রমণের ২৮৮তম দিনে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়। অন্যদিকে মৃতের সংখ্যা ১২ ডিসেম্বর সাত হাজার ছাড়িয়ে যায়। গত ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়।