ফজলুল হক সভাপতি ও শিবলী সাদিক সাধারণ সম্পাদক


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ফজলুল হককে সভাপতি ও শিবলী সাদিক সাধারণ সম্পাদক পদে পুনরায় মনোনীত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে এস প্রতাব মুকুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদুজ্জামান, ইলিয়াস হোসেন ও মোশারফ হোসেনের নাম ঘোষণা করা হয়।
শনিবার উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও সদস্য এবিএম রিয়াজুল কবীর।
দীর্ঘ ৭ বছর পর হওয়া সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।
উল্লেখ্য ২০১৫ সালে সর্বশেষ ফজলুল হককে সভাপতি এবং শিবলী সাদিককে সাধারণ সম্পাদক করে দেলুদয়ার উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ।