মির্জাপুরে নৌকার পক্ষে যুবলীগের গণজাগরন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২১ পিএম, শনিবার, ১১ নভেম্বর ২০১৭ | ৭৮৮

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার পক্ষে গণজাগরন সৃষ্টির লক্ষে উপজেলা যুবলীগ বিশাল শোডাউন করেছে। শনিবার যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ এই শোডাউন করে।

সকালে উপজেলা চত্বরের মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবকস অর্পনের মাধ্যমে দিনের কাজ শুরু করা হয়। পরে উপজেলার পত্যান্ত অঞ্চল থেকে আসা কয়েক হার যুবলীগ নেতাকর্মী সদরে একটি র‌্যালিবের করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে মুক্তির মঞ্চে সমাবেশে মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সঙসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি।

উপজেলা যুবলীগের আহবায়ক শামিম আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, জেলা আওয়ামীলীগ নেতা মেজর(অব) খন্দকার আব্দুল হাফিজ, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন প্রমুখ।

বক্তারা আগামী সঙসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নেওকার পক্ষে কাজ করার আহবান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে আবার বিজয়ী করতে হবে। নৌকার বিজযের ক্ষেত্রে যুবলীগই হবে প্রধান সহায়ক বলে বক্তার উল্লেখ করেন।