মির্জাপুরে নারী মাদক কারবারির এক বছরের জেল


টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী মাদক কারবারি হাজেরা বেগমকে (৪৫) এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার গোড়াই জয়েরপাড়া এলাকায় অভিযানকালে এই আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
দন্ডপ্রাপ্ত মাদক কারবারি হাজেরা বেগম গোড়াই জয়েরপাড়া এলাকার ফরহাদ আলীর স্ত্রী বলে জানা গেছে। এক বছরের কারদন্ডের সাথে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এসময় জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।