মির্জাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ | ৪১১

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রিনটেক্স কারখানার পশ্চিমপাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ওই যুবককে মহাসড়কের ওই স্থানের উত্তরপাশে পড়ে থাকতে দেখেন তারা।

পরে পুলিশে খবর দিলে গোড়াই হাইওয়ে থানা পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।  পুলিশ জানান, ওই যুবক ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট পড়া।

তাদের ধারনা, অজ্ঞাত নামা গাড়ী ওই যুবককে ধাক্কা দিলে সে মাথায় ও শরীরে অঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।