মধুপুরে বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান-বাড়ি ভস্মিভুত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, শুক্রবার, ৪ মার্চ ২০২২ | ৪৩৮

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের পিকনিক স্পট দোখলার অদূরে পীরগাছা তেমাথা বাজারে বৃহস্পতিবার(৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকা-ে ১২-১৩টি দোকান ও একটি বাড়ি ভস্মিভুত হয়েছে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুপুর উপজেলার জলছত্র-শোলাকুড়ি সড়কে পিকনিক স্পটের কাছে পীরগাছা তেমাথা বাজারে দীপক বর্মণের তেলের দোকানে হঠাৎই অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকান ও একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

এ সময় তেলের দোকানের পেট্রোল ও কেরোসিনের একাধিক ড্রামের বিস্ফোরণ ঘটে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

স্থানীয়রা পানি ও কলাগাছের গুড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ১৫-২০ কিলোমিটার দূেের মধুপুর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  এরই মধ্যে বাজারের ১২-১৩টি দোকান ও পাশের একটি বাড়ি ভস্মিভুত হয়।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, তেলের দোকানের পেট্রোল বা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ৈ থাকতে পারে। তদন্তের পর অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।